বাসস দেশ-১ : সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

136

বাসস দেশ-১
আবহাওয়া-পূর্বাভাস
সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ঢাকা, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস): সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণÑপশ্চিম মৌসুমীবায়ু রংপুর ও রাজশাহী বিভাগ হতে বিদায় নিয়েছে।
বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে আগামী ২ দিনের মধ্যে দক্ষিণÑপশ্চিম মৌসুমীবায়ু প্রস্থান করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মৌসুমীবায়ু প্রস্থান করায় বাংলাদেশের আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।
লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ টা ৫৫ মিনিটে।
বাসস/সবি/এফএইচ/১২৩৫/-এমএবি