জাপানের টাইফুন হাগিবিসের তান্ডবে অন্তত ২৬ জনের প্রাণহানি

446

টোকিও, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : জাপানে টাইফুন হাগিবিসের তান্ডবে অন্তত ২৬ জন মারা গেছে। ঝড় ও এর প্রভাবে নজিরবিহীন বৃষ্টিপাত ও বন্যায় নাকাল গোটা দেশ। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের পর ৩১ হাজার সৈন্যসহ ১ লাখের বেশি উদ্ধারকর্মী রাতে আটকা পড়া মানুষকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী ভরে কূল উপচে পড়েছে।
দুর্যোগ ও ধ্বংসযজ্ঞের কারণে রাগবি বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি বাতিল হয়। যদিও জাপান-স্কটল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচটি যথা সময়েই অনুষ্ঠিত হবে।
রোববার সকালে ঝড়টি ভূখ-ে আঘাত হানে। তবে রাজধানীর একটি বড় অংশ এই ঝড়ের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। এটি রাজধানীর পাশ দিয়ে অতিক্রম করেছে।
সরকার জানিয়েছে, এই ঝড়ে ১৪ জন মারা গেছে ও ১১ জন নিখোঁজ হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে ও আরো অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে।