বাজিস-১ : জয়পুরহাট পরিবার পরিকল্পনা অফিস ভবনের নিমার্ণ কাজ সম্পন্ন

263

বাজিস-১
জয়পুরহাট-অফিস ভবন
জয়পুরহাট পরিবার পরিকল্পনা অফিস ভবনের নিমার্ণ কাজ সম্পন্ন
জয়পুরহাট, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : ৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকা ব্যয় সাপেক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব অফিস ভবনের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
স্থানিয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে জেলা সদরের মাতৃমঙ্গল সংলগ্ন ২০ শতাংশ জায়গার উপর নির্মাণ করা হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়। সরকারের রাজস্ব খাতের আওতায় ৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবনটিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা ও উন্নত পরিবেশ রয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী তাসফিকুর রহমান। অচিরেই ওই অফিস ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কে এম জোবায়ের গালীব।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে জেলা শহরের বিভিন্ন বাসায় ভাড়া নিয়ে চলছিল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস কার্যক্রম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিজস্ব অফিস ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
বাসস/সংবাদদাতা/০৯৫৫/-নূসী