বাসস বিদেশ-৪ : ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

171

বাসস বিদেশ-৪
ভিয়েতনাম-বন্যা
ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২
হ্যানয়, ২৮ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ২২ জন মারা গেছে ও অপর নয় জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্থায়ী কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বিশেষ করে, লাই চাউ প্রদেশের ১৬টি এলাকা, হা গিয়াং প্রদেশের ৫টি ও কুয়াং নিনহ প্রদেশের একটি এলাকায় ভূমিধস, বাড়ি ধস ও আকস্মিক বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
লাই চাউয়ে নিখোঁজ নয় জনের সকলেই বৃহস্পতিবার সকালে বন্যার পানির তোড়ে ভেসে গেছে।
বন্যা ও ভূমিধসে লাই চাউয়ে ১৫ জন এবং সোন লাতে একজন আহত হয়েছে।
কমিটি জানায়, সপ্তাহান্তে উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
বাসস/কেএআর/১২০০/এমএবি