দেশে আইন, নীতি ও নিয়মের ঘাটতি নেই : শ ম রেজাউল করিম

332

ঢাকা, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে আইন, নীতি ও নিয়মের ঘাটতি নেই।
বাসযোগ্য নগর গড়ে তুলতে দরকার আইনের কঠোর প্রয়োগ উল্লেখ করে তিনি বলেন,‘আমাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। রাজউকের আইন আছে, পরিবেশের আইন আছে, যানবাহন আইন আছে। কিন্তু আমরা আইন অনুসরণ করছি না। আমাদের যথাযথভাবে আইন অনুসরণ করতে হবে।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক কালের কন্ঠের সম্মেলন কক্ষে কালের কন্ঠ আয়োজিত ‘বাসযোগ্য নগরী গড়ে তুলতে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘অতি মুনাফা লাভের প্রবণতা থেকে আইন না মানার প্রবণতা তৈরী হয়েছে। এটা সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। এফআর টাওয়ারের ঘটনার পর ঢাকার বহুতল ভবন পরিদর্শন করে ১৮১৮টি বহুতল ভবন পাওয়া গেছে, যেখানে কোনো আইনের অনুসরণ করা হয়নি। এ ভবনের মালিকগণ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি। তারা কিন্তু আইন জেনেও তা মানেন নি।’
দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এফ আর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় আমরা ৬২ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি’।
তিনি বলেন, একটি পত্রিকার সংবাদের ভিত্তিতে তদন্ত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনিয়মের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের আওতাধীন ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজউকের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বন্টনের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সর্বোচ্চ পর্যায়ের কাজ চূড়ান্ত করার আগে সরকারের স্বার্থে টেন্ডার বাতিল এবং পুনরায় টেন্ডার আহ্বান করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ রকম অনেক দুঃসাহসী কার্যক্রম গ্রহণ করছি। কিন্তু বিস্তৃত পরিসরের সব পরিবর্তন রাতারাতি করা বাস্তব সম্মত নয়।’
পুরনো ঢাকার জনগণের রক্ষণশীলতা ও মমত্বের জায়গার প্রতি সম্মান রেখে রেজাউল করিম বলেন, ‘আধুনিক ব্যবস্থাপনায় পুরনো ঢাকার পুনঃউন্নয়ন কাজে নিশ্চয়ই সেখানকার জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেখানকার বিভিন্ন কমিউনিটির সাথে কথা বলেছি। আশা করছি পুনঃউন্নয়ন কাজ আমরা বাস্তবায়ন করতে পারবো।’