বাসস ক্রীড়া-৯ : এনসিএল স্তর ২: রাব্বির ৬ উইকেটে জয়ের পথে বরিশাল

161

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এনসিএল
এনসিএল স্তর ২: রাব্বির ৬ উইকেটে জয়ের পথে বরিশাল
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস) : ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বির বোলিং নৈপুণ্যে সুবাদে ন্যাশনাল ক্রিকেট লীগে (এনসিএল) স্তর-২তে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আজ শনিবার সিলেট বিভাগের বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে বরিশাল বিভাগ। ২৪ রানে ৬ উইকেট শিকার করেন রাব্বি।
দিনে মোট ১৭ উইকেট পতনের পর ১১৮ রানের লীড নিয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ এখন বরিশালের হাতে।
আগের দিনের ৩ উইকেটে ৬৮ রান নিয়ে আজ খেলতে নামে সিলেট। তবে রাব্বির বোলিং তোপে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
সিলেটকে গুড়িয়ে দিয়ে ব্যাট করতে নেমে বরিশালের শীর্ষ তিন ব্যাটসম্যানই রান পেয়েছেন। প্রথম তিন ব্যাটসম্যানের অসামান্য অবদানে ৮ উইকেটে ২৩১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক ফজলে মাহমুদ। ওপেনার শাহরিয়ার নাফিস ৬৩ এবং আরেক ওপেনার রাফসান আল মাহমুদ করেন ৩৩ রান।
মিডল ও টেল এন্ডারা ভাল করতে না পারলেও প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে আছে বরিশাল।
দিনের শেষ ভাগে ১১ ওভার ব্যাটিং করে সিলেট ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেললে আবারো এগিয়ে যায় বরিশাল।
মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে চলমান একই স্তরে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র’র দিকে এগুচ্ছে।
দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো। এর আগে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করে মেট্রো।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন শামসুর রহমান শুভ।
চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে গেলে এই মুহুর্তে ৫৯ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো।
বাসস/এসএমপি/স্বব/১৯১৫/মোজা/এমএইচসি