বাসস দেশ-২৩ : দেশের সব উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে : ইন্দিরা

186

বাসস দেশ-২৩
পথ শিশু- সমাবেশ
দেশের সব উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে : ইন্দিরা
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশের সকল জেলা ও উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। দেশে কোন শিশু পথে থাকবে না এবং মানবেতর জীবন যাপন করবে না।
আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বক্তব্য রাখেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, পথশিশু কার্যক্রম পরিচালক ড. আবুল হোসেন, ডিজএ্যাডভেন্টেজ এডোলেসেন্ট ওয়ার্কিং ফোরামের চেয়ারপার্সন মো. মাহবুবুল হক।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সাল থেকে পথশিশুদের জন্য ঢাকায় কাওরান বাজার ও কমলাপুরে ২ টি পুনর্বাসন কেন্দ্র ঢাকার ৮টি স্থানে পথশিশু স্কুল পরিচালনা করে আসছে। পথশিশুদের সংখ্যা ঢাকা শহরে বেশি। এসব সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য সরকার তাদের লেখাপড়ার পাশাপাশি কারিগরি দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার সুযোগ সৃষ্টি ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করেছে।
কামরুন নাহার বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পুনর্বাসনের মাধ্যেমে বাংলাদেশকে পথশিশু মুক্ত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এগিয়ে আসতে হবে।
বাসস/সবি/এমএআর/১৯১৩/এইচএন