বেনগাজি হামলার ঘটনায় লিবীয় নাগরিকের ২২ বছরের সাজা

237

ওয়াশিংটন, ২৮ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ওয়াশিংটনে বুধবার লিবীয় নাগরিক আহমেদ আবু খাত্তালাকে ২২ বছরের কারাদ-াদেশ দেয়া হয়েছে। ২০১২ সালে বেনগাজিতে এক হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে এ সাজা দেয়া হল। ওই হামলায় এক মার্কিন রাষ্ট্রদূত ও অপর তিনজন নিহত হয়।
প্রসিকিউটররা জুরিকে এ ব্যাপারে আশ্বস্ত করতে পারেনি যে, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন, সিআইএ’র দুইজন নিরাপত্তা রক্ষী ও একজন সিআইএ কর্মীকে হত্যার ওই ঘটনার সঙ্গে খাত্তালা সরাসরি জড়িত ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
খাত্তালা একটি জঙ্গি গোষ্ঠীর নেতা। ২০১২ সালে ১১ সেপ্টেম্বরের ওই হামলাটি দেখার সময় তারা ক্যামেরাবন্দি হন।
খাত্তাবের বিরুদ্ধে ১৮টি অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে সে মাত্র চারটিতে দোষী সাব্যস্ত হয়। এগুলো হলো- সন্ত্রাসীদের সহায়তা, সন্ত্রাসীদের সহায়তার ষড়যন্ত্র, সহিংস অপরাধের সময় আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বহন ও যুক্তরাষ্ট্রের সম্পদের ক্ষতি করা।
প্রসিকিউটররা খাত্তালার বিরুদ্ধে যে ছবিগুলো পেশ করেছিল সেই তুলানায় দোষী সব্যস্ত হওয়া অভিযোগগুলো অনেক দুর্বল। তাকে সরাসরি হামলাকারী হিসেবে দোষী সাব্যস্ত করতেই ছবিগুলো পেশ করা হয়।
স্টিভেনের মৃত্যুতে আমেরিকানরা স্তম্ভিত হয়ে পড়ে।
২০১৪ সালে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে খাত্তালাকে আটক করে।