বাসস দেশ-১৩ : নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন : আলমগীর সভাপতি ও মহাসচিব কামাল

107

বাসস দেশ-১৩
প্রেস ওয়ার্কার্স-কমিটি
নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন : আলমগীর সভাপতি ও মহাসচিব কামাল
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র নির্বাচনে দৈনিক ইত্তেফাকের মো.আলমগীর হোসেন খান সভাপতি ও বাসস’র মো.কামাল উদ্দীন মহাসচিব হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায নির্বাচিত হয়েছেন।
ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র ২০১৯ -২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব ছাড়াও পরিষদের সকল সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আজ শনিবার রাজধানীর পুরানাপল্টনস্থ ভোরের সময় পত্রিকা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাসস/সবি/জেডআরএম/১৭০৫/-কেজিএ