সচেতনতার অভাবে দরিদ্ররা বিনামূল্যে আইনগত সহায়তা নিতে পারছে না

209

জয়পুরহাট, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস): জাতীয় আইনগত সহায়তা কমিটির সভায় বক্তারা বলেছেন, সচেতনতার অভাবে অসহায় দরিদ্র, অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার ব্যক্তিরা সরকারের সফল উদ্যোগ বিনা খরচে আইনগত সহায়তা নিতে পারছে না।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সহায়তা দান” এ স্লেøাগানকে সামনে রেখে আজ শনিবার আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন সহায়তা প্রদান কার্যক্রম, উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যাবলী ও করণীয় শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় । আর্থিক ভাবে অস্বচ্ছল , সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনসাধারণকে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে। বিনামূল্যে আইন সহায়তা প্রদান মামলা গুলোর মধ্যে রয়েছে পারিবারিক আইন, ফৌজদারী আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দেওয়ানী মামলা। আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার। আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। জেলা আইনগত সহায়তা কর্মকর্তা সামিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আইন সহায়তা প্রাপ্তি নিয়ে করণীয় তুলে ধরে আলোচনা করেন সাবজজ মনিরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক এ্যাড: শাহীনূর আলম, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বুলবুলি, সাংবাদিক বীরেন কুমার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন আছিয়া খানম সম্পা, সিনিয়র আইনজীবী এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা প্রমূখ। মতবিনিময় সভায় সচেতনতার অভাবে অসহায় দরিদ্র, অধিকার বঞ্চিত ও নির্যাতনের শিকার ব্যক্তিরা সরকারের সফল উদ্যোগ বিনা খরচে আইনগত সহায়তা নিতে পারছে না উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকারের ভিশন সকলের জন্য আইন সেবা নিশ্চিত করার জন্য প্রত্যন্ত এলাকার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এগিয়ে আসতে হবে।