বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

199

বগুড়া, ১১ অক্টোবর ২০১৯ (বাসস) : জেলার আদমদীঘি উপজেলায় বগুড়া-নওগাঁ সড়কের চাটখইর বোয়ালিয়া নামক স্থানে আজ ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর কলেজ রোডের নুরুল ইসলামের পুত্র শিক্ষক ফজলে রাব্বি বুলবুল (৩০) ও পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের সোহরাব শেখের পুত্র এনজিও কর্মি জহুরুল ইসলাম (২৮)।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ঈশ^রদী রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান আহত হয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, শুক্রবার বগুড়ার শেরপুর থেকে একটি মোটরসাইকেল যোগে উলেøিখত তিনব্যক্তি নওগাঁ পার্কে বেড়াতে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ সড়কের চাটখইর বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-১৭৫৯) পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহি নিহত হন।
তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করে থানায় রেখেছে। মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।