আবরার হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : হানিফ

589

ঢাকা, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।
তিনি বলেন, ‘যারা আবরারকে হত্যা করেছে তারা খুনি। হত্যাকারীদের কোন দল থাকতে পারে না। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
হানিফ আজ বৃহষ্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি প্রয়াত শামসুল আলম বকুল স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ এই স্মরণ সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সরকার যখন দ্রুত আইনী পদক্ষেপের মাধ্যমে আবরার ফাহাদ হত্যার বিচার প্রক্রিয়া শুরু করেছে, তখনই একটি মহল চক্রান্ত শুরু করেছে। বিএনপি আবরারের হত্যাকান্ড নিয়ে উস্কানীমূলক বক্তব্য ও বিবৃতির মাধ্যমে ষড়যন্ত্র করছে।’
মহানগর দক্ষিন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু এবং মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যখন আইনী পদক্ষেপ নিয়েছি, তখনই গভীর ষড়যন্ত্র। বিএনপি এখন এটাকে নিয়ে উস্কানি দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ বিএনপির আমলে ছাত্রদলের নেতাদের হাতে সনি নিহত হয়েছিলো, তার কোন বিচার করেনি।