বাসস দেশ-৩৫ : কারওয়ান বাজার ও ফার্মগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

256

বাসস দেশ-৩৫
অবৈধ-স্থাপনা-উচ্ছেদ
কারওয়ান বাজার ও ফার্মগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
ঢাকা, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
আজ দুপুর ১২টায় ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে কারওয়ান বাজারে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরআগে বারবার উচ্ছেদ করার পরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আবারও সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। তাই আজ এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করার পরে অন্যরা ফুটপাত ও সড়ক খালি করে দ্রুত চলে যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া ফার্মগেট হতে বিজ্ঞান কলেজ হয়ে কারওয়ান সড়ক সম্প্রসারণের লক্ষ্যে একটি পানির হাউজও এসময় অপসারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বাসস/সবি/এমএন/২০১৫/জেহক