বাসস দেশ-২১ : জাবিতে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

109

বাসস দেশ-২১
সুলতান-মৃত্যুবার্ষিকী
জাবিতে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত
সাভার, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘এস এম সুলতান গবেষণা কেন্দ্র’ বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে এস.এম. সুলতানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, এস এম সুলতানের চিত্রকর্ম জাতির জীবনে এক মর্যাদাপূর্ণ ইতিহাস হয়ে আছে। তাঁর চিত্রকর্মে জাতির ঐতিহ্য আরও উজ্জ্বল হয়েছে।
তিনি মানব জীবনের মহত্বকে তাঁর কর্মে চিত্রায়িত করেছেন। তিনি বিশ্বাস করতেন শিল্পসংস্কৃতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জন্য। চিত্রশিল্পে তাঁর কর্ম ও অবদানের জন্য তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
এস.এম, সুলতান গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মহিবুর রৌফ শৈবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ, অধ্যাপক ড. আফসার আহমদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ও গবেষক ড. শরীফুজ্জামান।
বাসস/সবি/এমএন/১৮৪০/-অমি