বাসস ক্রীড়া-৪ : স্লোভাকিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না রামসের

110

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইনজুরি
স্লোভাকিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না রামসের
লন্ডন, ১০ অক্টোবর ২০১৯ (বাসস) : পেশীর ইনজুরির কারণে স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ওয়েলসের হয়ে মাঠে নামা হচ্ছেনা জুভেন্টাসের মিডফিল্ডার এ্যারন রামসের। ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে মধ্য বিরতিতে অনুশীলনের সময় রামসে কুঁচকির ইনজুরিতে পড়েন। ঐ সময় জুভেন্টাসের ম্যানেজার মরিজিও সারিও রামসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছিলেন। মঙ্গল ও বুধবার ওয়েলসের অনুশীলনে থাকলেও স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছে না ওয়েলস।
প্রায় বছরখানেক যাবত ওয়েলসের হয়ে কোন ম্যাচ খেলেননি রামসে। ২০১৮ সালের নভেম্বরে আলবেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।
ইউরো বাছাইপর্বে বর্তমানে ওয়েলস গ্রুপ-ই’র চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা ক্রোয়েশিয়ার থেকে তাদের পয়েন্টের ব্যবধান চার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা স্লোভাকিয়া ও হাঙ্গেরির তুলনায় ওয়েলসের পয়েন্টের ব্যবধান তিন। রায়ান গিগসের দল এ পর্যন্ত দুটি ম্যাচে জয়ী ও দু’টিতে পরাজিত হয়েছে।
বাসস/নীহা/১৬৩৫/মোজা/স্বব