বাসস দেশ-৮ : সংসদ সচিবালয়ের কর্মচারী নূর ভানুর নামাজে জানাজা অনুষ্ঠিত

115

বাসস দেশ-৮
সংসদ সচিবালয় – জনাজা
সংসদ সচিবালয়ের কর্মচারী নূর ভানুর নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : সংসদ সচিবালয়ের সিনিয়র সিকিউরিটি এসিস্ট্যান্ট নূর ভানুর নামাজে জানাজা আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আজ ১০ অক্টোবর ভোরে মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিলাাহি….. রাজিউন) ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী , ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমার কফিনে শ্রদ্ধা জানান।
মরহুমের জানাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাসস/সবি/এমআর/১৫৫৫/-এমএবি