বাসস দেশ-৩ : সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন রাহগির আলমাহি এরশাদ

117

বাসস দেশ-৩
সাদ এরশাদ- শপথ
সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন রাহগির আলমাহি এরশাদ
ঢাকা, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের ২১ রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি এরশাদ আজ সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মোঃ সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং সৈয়দা জাকিয়া নূর এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়
বাসস/সবি/এমআর/১৫২০/-এমএবি