বাজিস-২ : জয়পুরহাটে নৃ-তাত্বিক জনগোষ্ঠী ২৬ জনের মাঝে অনুদানের টাকা বিতরণ

180

বাজিস-২
জয়পুরহাট- অনুদানের টাকা বিতরণ
জয়পুরহাটে নৃ-তাত্বিক জনগোষ্ঠী ২৬ জনের মাঝে অনুদানের টাকা বিতরণ
জয়পুরহাট, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ১৩ জন শিক্ষার্থী ও ১৩ জন বয়স্কর মাঝে বৃহষ্পতিবার ১ লাখ ৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা বিভাগ সূত্র বাসস’কে জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ভিশন হচ্ছে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ছেলে মেয়ে ও বয়স্কদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সে কারণে নানা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। নৃ-তাত্বিক জনগোষ্ঠীর লোকজনকে এগিয়ে নেওয়া কর্মসূচীর আওতায় বৃহষ্পতিবার জেলা কার্যালয়ে ২৬ জনের মাঝে এককালীন অনুদান হিসেবে ১ লাখ ৪ হাজার টাকা বিতরণ করা হয়। এরমধ্যে ১৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় উপবৃত্তি ও ১৩ জন বয়স্ক লোকের হাতে তুলে দেওয়া হয় অনুদান। প্রতিজনের হাতে ৪ হাজার টাকা করে ওই অনুদান প্রদান করা হয়। জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক সেলিম শাহ প্রধান অতিথি হিসেবে ওই টাকা বিতরণ করেন। এ সময় সহকারি পরিচালক ময়নুল হক, শহর সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের নানা কর্মসূচী তুলে ধরেন।
বাসস/সংবাদদাতা/১০-৪৬/নূসী