দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে, ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে : মোস্তাফা জব্বার

191

ঢাকা, ৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ যত বেশি ডিজিটাল হচ্ছে ডাকঘরের সম্ভাবনা ততটাই বাড়ছে।
ডাক বিভাগ কেবল চিঠিপত্র আদান প্রদান বা লেন দেনে সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে তিনি বলেন, ডাকঘর ব্যাংকিং সেবা দেয়, বীমা সেবা দেয়, মানুষের পণ্য বহন করে।
মন্ত্রী আজ বুধবার ঢাকায় ডাক অধিদপ্তরের সদর দপ্তরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে মোবাইল ফিন্যান্স সার্ভিস নগদ’র নতুন লোগো উন্মোচন করা হয়।
ডাক অধিদপ্তর সেবামুলক প্রতিষ্ঠান উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এই অধিদপ্তর রানারের প্রতীক বহন করে চলেছে, এই প্রতীক একটি জীবন ধারা। এ জীবন ধারাকে চলমান রাখা আমাদের কর্তব্য।’
মন্ত্রী বলেন, ডাকসেবা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এজন্য ডাকঘরকে যুগোপযোগি করার কাজ শুরু হয়েছে। দেশব্যাপী ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ও বিশাল জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশ পোস্ট অফিসকে দৃষ্টান্তকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
ডাক ও টেলিযোগাযো বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র বক্তৃতা করেন।