বাসস দেশ-১৬ : আবরার হত্যা : বুয়েটের আরো তিন শিক্ষার্থী পাঁচদিনের রিমান্ডে

124

বাসস দেশ-১৬
হত্যা-গ্রেফতার-রিমান্ড
আবরার হত্যা : বুয়েটের আরো তিন শিক্ষার্থী পাঁচদিনের রিমান্ডে
ঢাকা, ৯ অক্টোবর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েল (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বুয়েটের তিন শিক্ষার্থীকে পাঁচদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।এসময় মামলার সুষ্ঠু
তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের
পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হচ্ছে- শামসুল আরেফিন রাফাত (২১), মো. মনিরুজ্জামান মনির (২১) ও মো. আকাশ (২১)। এরমধ্যে রাফাত বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭ম ব্যাচের শিক্ষার্থী। মনির বুয়েটের পানিসম্পদ বিভাগের ১৬তম ব্যাচের এবং আকাশ একই ব্যাচের সিই বিভাগের ছাত্র।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর ঝিগাতলা থেকে রাফাতকে, ডেমরা থেকে মনির ও সন্ধ্যায় ৬টায় গাজীপুরের বাইপাল থেকে আকাশকে গ্রেফতার করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০০/আরজি