বাসস ক্রীড়া-৬ : কলম্বিয়ার প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই হামেস ও ফ্যালকাও

126

বাসস ক্রীড়া-৬
ফুটবল-কলম্বিয়া- চিলি-প্রীতি ম্যাচ
কলম্বিয়ার প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই হামেস ও ফ্যালকাও
বোগোটা, ৯ অক্টোবর ২০১৯ (বাসস/এএফপি): চিলি ও আলজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য গঠিত কলম্বিয়া দলে নেই সুপার স্টার হামেস রদ্রিগেজ ও রাদামেল ফ্যালকাও। দলীয় কোচ কার্লোস কুইরোজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘এ পর্যন্ত আমার ক্যারিয়ারে যে সব সিদ্ধান্ত নিয়েছি, সে বিষয়ে কোন প্রশ্ন থাকলে তার সোজাসাপটা জবাব হচ্ছে দলের জন্য যেটি ভাল হবে সেটিই করেছি। এর বেশি কিছুই না।’
আগামী শনিবার স্পেনের অ্যালিসান্তে শহরে চিলির মোকাবেলা করবে কলম্বিয়া। এরপর ১৫ অক্টোবর লিলিতে আলজেরিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশটি। আগামী মার্চে শুরু হবে দক্ষিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব।
কুইরোজ সাংবাদিকদের বলেন, দলে কোন খেলোয়াড় সুযোগ পেল বা কোন জন বাদ পড়ল সেটি নিয়ে ‘কান্নাকাটি’ কলম্বিয়ার ফুটবলের ভবিষ্যতের জন্য ভাল হবে না।’
স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই মৌসুমে রিয়াল মাদ্রিদে পদার্পন করা হামেস ক্লাবটির মূল একাদশে ফেরার প্রস্তুতি গ্রহনের জন্য নিজেকে জাতীয় দলের স্কোয়াড থেকে সরিয়ে রাখার অনুরোধ জানিয়েছিলেন। তবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কোচ। কুইরোজ বলেন, ‘বিষয়টি সত্যি নয়। কোন খেলোয়াড়ই দলের বাইরে থাকার অনুরোধ করেনি আমার কাছে।’
২০১৪ সালে হাঁটুতে অস্ত্রোপাচার করানো কলম্বিয়ার সর্বকালের সর্বাধিক গোলদাতা ৩৩ বছর বয়সি ফ্যালকাও প্রসঙ্গে তিনি বলেন,‘ গালাতাসারেতে যোগ দেয়ার পর তিনি কঠিন অবস্থায় রয়েছেন। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেয়া ক্লাবটির হয়ে তাকে প্রচুর ম্যাচে অংশ নিতে হচ্ছে। সুতরাং ভাল একটি দল গঠন করতে হলে আপনাকে জানতে হবে খেলোয়াড়দের কিভাবে ভাল করে পরিচালনা করতে হয়।’
বাসস/এএফপি/এমএইচসি/১৬৩৫/স্বব