বাজিস-৫ : ভোলায় ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি

129

বাজিস-৫
ভোলা-পেঁয়াজ -বিক্রি
ভোলায় ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি
ভোলা, ৭ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলা শহরের নতুন বাজারে আজ ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে ১১’শ কেজি পেঁয়াজ ৪৪৬ জনের মাঝে আড়াই কেজি করে বিক্রি হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ ক্রেতারা লাইন দিয়ে এসময় পেঁয়াজ ক্রয় করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: কাওসার হোসেন বাসস’কে জানান, নকিবুজ্জামান নামের একজন ব্যাবসায়ী অবৈধভাবে কালোবাজারীর উদ্দেশ্যে সাড়ে ৩ হাজার কেজি পেঁয়াজ মজুত করে রাখে। খবর পেয়ে আমরা সেসব পেঁয়াজ জব্দ করি। আজ সকাল থেকে ১১’শ কেজি পেঁয়াজ সাধারণ ক্রেতাদের মাঝে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বাসস’কে বলেন, যিনি এ পেঁয়াজ মজুদ করেছিলো তার কোন ব্যবসা প্রতিষ্ঠান বা লাইসেন্স নেই। তাই এসব পেঁয়াজ জব্দ করে আজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে ৪০ টাকায় প্রশাসনের উদ্যোগে পেঁয়াজ বিক্রিতে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। আগামীকাল একই সময়ে নির্ধারিত স্থানে বাকি পেঁয়াজ বিক্রি হবে।
বাসস/এইচ এ এম/১৩৫৫/নূসী