বাজিস-৩ : রাঙ্গামাটিতে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

131

বাজিস-৩
রাঙ্গামাটি-দুর্গোৎসব
রাঙ্গামাটিতে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
রাঙ্গামাটি, ৭ অক্টোবর, ২০১৯ (বাসস): ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রাঙ্গামাটিতে পালিত হচ্ছে সনাতনী হিন্দুদের শারদীয় দুর্গোৎসব। আজ পালিত হচ্ছে পূজোর নবমী। নবপত্রিকা মতে স্নানের মাধ্যমে শুরু, শাস্ত্র মতে ঢাকে কাঠি পড়বে পূজোর। সকালে পূজার মধ্য দিয়ে মহা নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় সন্ধ্যারতির মধ্যে দিয়ে শুরু হবে মা দেবী দুর্গা দর্শন।
এ পূজায় সনাতন সম্প্রদায়ের হলেও সকল সম্প্রদায়ের মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মন্দিরে মন্দিরে দেবী দর্শন করছে পাহাড়ী-বাঙ্গালী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রায়ের মানুষ।
এবার রাঙ্গামাটিতে ৪২ টি পূজা মন্ডপে একযোগে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব।
পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি শাখার সভাপতি অমর কুমার দে বলেন, এ বছর অত্যন্ত আনন্দ, উদ্দীপনায় পূজা শুরু হয়েছে। আমরা অনেক খুশি, সঠিক সময়ে সবকিছু করা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ের যেকোন উৎসবে সার্বজনীন পাহাড়ি-বাঙালি মিলেমিশে একাকার হয়ে যায়।
এদিকে নিরাপত্তার বলয় চারস্তর বিশিষ্ট করা হয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। পুলিশের পাশাপাশি থাকছে আনসার সদস্যরাও।
উল্লেখ্য, এবছর জেলার সদরে ১৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় ৪ টি, লংগদু উপজেলায় ৪ টি, কাপ্তাই উপজেলায় ৭ টি, কাউখালী উপজেলায় ৪ টি, রাজস্থলী উপজেলায় ৩ টি, বরকল উপজেলায় ২ টি ও জুরাছড়ি , বিলাইছড়ি এবং নানিয়ারচর উপজেলায় ১ টি করে পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১২৫৫/নূসী