বাসস ক্রীড়া-১৭ : ক্রোয়েশিয়ার আরো উন্নতি চান পেরিসিচ

326

বাসস ক্রীড়া-১৭
বিশ্বকাপ-ক্রোয়েশিয়া-পেরিসিচ
ক্রোয়েশিয়ার আরো উন্নতি চান পেরিসিচ
রস্তোভ (রাশিয়া), ২৭ জুন ২০১৮ (বাসস) : চলমান বিশ্বকাপে নক-আউট পর্বে ডেনমার্কের বাঁধা অতিক্রম করতে হলে আরো উন্নতি প্রয়োজন বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন ক্রোয়েশিয়ার ফুটবলার তারকা ইভান পেরিসিচ। মঙ্গলবার আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৯০তম মিনিটে দলের হয়ে জয়সুচক গোলটি করেছেন পেরিসিচ।
এর আগে মিলান বাদেলির সুচনা গোলে এগিয়ে যাওয়া ক্রেয়েশিয়াকে সমতায় ফেরায় আইসল্যান্ডের জিলফি সিগার্ডসনের পেনাল্টির গোল। পেরিসিচ বলেন নকআউটে ডেনমার্ককে হারাতে হলে আরো ভালো ফুটবল খেলতে হবে। আগামী রোববার নকআউট পর্বে ডেনমার্কের মোকাবেলা করবে ক্রেয়েশিয়া। তিনি বলেন, ‘ফ্রান্সের সঙ্গে ডেনমার্কের গোলশূন্য ড্র করা ম্যাচের প্রথমার্ধের খেলা আমি দেখেছি। তারা খুবই শক্তিশালী দল। তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাদের হারাতে আমাদের আরো ভালো খেলা উপহার দিতে হবে।’
আইসল্যান্ডের বিপক্ষে খেলার আগেই টানা দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল ক্রেয়েশিয়া। তারপরও শেষ ম্যাচে তাদের হারিয়ে পুর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবেই শেষ ষোল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
পেরিসিচ বলেন, ‘ম্যাচটি বেশ কঠিন ছিলো। সত্যিকার অর্থেই কঠিন। আমরা জানি তারা কেমন খেলে। এই দলের বিপক্ষেই জয় পেতে আমাদের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩০/-স্বব