বাসস ক্রীড়া-১০ : মুরলিধরনের সমান, আবার এগিয়ে-পিছিয়েও অশ্বিন

108

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিশাখাপত্নম টেস্ট
মুরলিধরনের সমান, আবার এগিয়ে-পিছিয়েও অশ্বিন
বিশাখাপত্নম, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : বিশাখাপত্নম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ৩৫০তম উইকেট শিকার করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ফলে টেস্টে দ্রুত ৩৫০ উইকেট শিকারে শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরনকে স্পর্শ করেন অশ্বিন। কারন নিজের ৬৬তম টেস্টে ৩৫০তম উইকেট শিকার করেন অশ্বিন। মুরালিও ৬৬তম টেস্টে ৩৫০ উইকেট শিকার করেছিলেন। এক্ষেত্রে মুরালির সমান হলেও অন্য দু’টি ক্ষেত্রে অশ্বিন পিছিয়ে আবার এগিয়েও আছেন।
৩৫০তম উইকেট নিতে মুরলিধরনের লেগেছে ১০৬ ইনিংস। আর অশ্বিনের লাগলো ১২৪ ইনিংস। তাই এক্ষেত্রে মুরালির চেয়ে পিছিয়ে অশ্বিন।
আবার বলসংখ্যা ও সময়ের হিসেবে মুরলিধনের চেয়ে এগিয়ে অশ্বিন। ৩৫০ উইকেট নিতে মুরালির বল করেছেন ২১,৬৩২টি। অভিষেক হবার পর ৩৫০ উইকেট পেতে মুরলির সময় লেগেছে ৯ বছর ৯ দিন। আর অশ্বিন অভিষেকের পর ৭ বছর ৩৩২ দিনেই ১৮,৬৮৫টি বল করে ৩৫০ উইকেট নেন।
বাসস/এএমটি/১৮১৫/-ম্বব