বাসস ক্রীড়া-৯ : আফ্রিদিকে টপকে গেলেন আকমল

127

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টি-২০
আফ্রিদিকে টপকে গেলেন আকমল
লাহোর, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : ২০১৬ সালের পর পাকিস্তানের হয়ে টি-২০ খেলতে নেমেই অনাকাংখিত রেকর্ডের মালিক হলেন উমর আকমল। পাকিস্তানের পক্ষে টি-২০ ক্রিকেটে সবচেয়ে শূন্য রানে আউটের মালিক এখন তিনি।
গতরাতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শূন্য রানে আউট হয়ে এই রেকর্ডের মালিক হন আকমল। ৮৩ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে নবমবারের মত শূন্য রানে ফিরেন আকমল। ফলে ভেঙ্গে যায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদির লজ্জার রেকর্ড। ৯৯ ম্যাচে আটবার শূন্য রানে ফিরেছিলেন আফ্রিদি। এতদিন টি-২০ ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে শূন্য রানে আউটের মালিক ছিলেন আফ্রিদি। এবার এই রেকর্ডের মালিক আকমল।
টি-২০ ক্রিকেটে সবচেয়ে শূন্য রানে আউট হয়েছে শ্রীলংকার তিলকরতেœ দিলশান। ৮০ ম্যাচে ১০বার শূন্য রানে আউট হন দিলশান।
বাসস/এএমটি/১৮১০/-স্বব