বাজিস-৯ : গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুইবোনসহ তিন শিশুর মৃত্যু

127

বাজিস-৯
গোপালগঞ্জ-শিশু মৃত্যু
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুইবোনসহ তিন শিশুর মৃত্যু
গোপালগঞ্জ, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস): জেলার মুকসুদপুর পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হল- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না (৩)। তারা মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে।আজ রোববার সকালে তিনবোন বাড়ির উঠানে খেলতে খেলেতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি পর তিনশিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮১৫/এমকে