বাজিস-২ : নওগাঁয় ৫ শতাধিক কৃতি শিক্ষাথীকে সংবর্ধনা

131

বাজিস-২
নওগাঁ- সংবর্ধনা
নওগাঁয় ৫ শতাধিক কৃতি শিক্ষাথীকে সংবর্ধনা
নওগাঁ, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস): ২০১৯ সালের এসএসসি/সমমান পরীক্ষায় নওগাঁ জেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রোববার সকাল সাড়ে ১০টা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যপী এ সংবর্ধনার আয়োজন করে।
নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডাঃ মনজুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোস্তফা আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল ইসলাম, রাঃ বিঃ শিক্ষক হারুন-অর-রশিদ, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ডাঃ মনছুর আলী, নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাঃ আশেক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সংগঠনের যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ইংরাজী বিভাগের শিক্ষক মুনতাছির হাসান, সহসভাপতি মোঃ হাশেম আলী, একুশে পরিষদের সভাপতি এ্যাড, ডি এম আব্দুল বারী, জেলা যুবলীগের সভাপতি এ্যাড, খোদাদাদ খান পিটু, নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, সদস্য রবিউল আওয়াল, সুকমল কর্মকার এবং শিক্ষার্থী আনিকা তাসনিন ও শাহাদ মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০১৯ সালের এস এস সি ও সমমানের পরীক্ষায় জেলার ৫ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়।
পরে এ উপলক্ষে ডাঃ মঞ্জুরুল আলমের পরিকল্পনায় কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসস/সংবাদদাতা/১২০৫/নূসী