বাসস প্রধানমন্ত্রী-৭ (প্রথম কিস্তি) : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

456

বাসস প্রধানমন্ত্রী-৭ (প্রথম কিস্তি)
হাসিনা-মোদি
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নয়াদিল্লী, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে তাদের নিজ বাসভূমিতে ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক আজ এখানে হোটেল তাজ মহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘দুই নেতা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন এবং তারা দুজনেই রোহিঙ্গাদের তাদের নিজভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে একমত হন।’
শেখ হাসিনাকে উদ্ধৃত করে দু’দেশের মধ্যে এখন সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মিয়ানমারের সঙ্গে ভারতের সুসম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা কাজে লাগিয়ে রোহিঙ্গাদের তাদের নিজভূমিতে ফেরত পাঠাতে মিয়ানমারকে রাজি করানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন।
এ প্রসঙ্গে সচিব উল্লেখ করেন যে, দুই নেতা এ বিষয়ে নিউইয়র্কেও বৈঠক করেছেন।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
চলবে-বাসস/এএইচজে/অনু-এইচএন/২৩২২/এবিএইচ