বাসস ক্রীড়া-১৬ : মেসি কথা রেখেছে : রোহো

167

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-রোহো
মেসি কথা রেখেছে : রোহো
সেন্ট পিটার্সবুর্গ (রাশিয়া), ২৭ জুন ২০১৮ (বাসস) : নাইজেরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি গোল করবেন বলে আগেই দলকে জানিয়ে রেখেছিলেনÑ জানালেন আর্জেন্টিনার জয়ের নায়ক ডিফেন্ডার মার্কোস রোহো। গতরাতে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেসি ও রোহোর গোলে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২১তম বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের প্রথম দু’ম্যাচে গোল না পেলেও, গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন মেসি। দলের জয়ে গোল করে মূখ্য ভূমিকাই রাখলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে গোল করার কথা ম্যাচের আগেই মেসি জানিয়েছেন বলে গোপন তথ্য ফাঁস করলেন রোহো। তিনি বলেন, ‘মেসি আমাদের আগেই বলেছিল, নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে সে গোল করবেই। সে কথা রেখেছে। সে বিশ্বসেরা খেলোয়াড়। তার মত খেলোয়াড়ের কাছ থেকে এমন আত্মবিশ্বাস যেকোন দলের জন্য অনেক বড় কিছু। এ জয় দিয়ে আমাদের আসল বিশ্বকাপ শুরু হল। আমরা অনেক দূর যেতে চাই।’
মেসি কথা দিয়ে কথা রেখেছেন, রোহোও তো গোল করেছেন নাইজেরিয়ার বিপক্ষে। তবে কি মেসির মত গোল করার পণ করেছিলেন রোহো? না, ওমন পণ করেননি তিনি। পণ না করলেও ম্যাচের ৮৬ মিনিটে ঠান্ডা মাথায় দুর্দান্ত এক শটে গোল করে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়েছেন রোহোই। এই জয়সূচক গোলটি নিজ পরিবার ও আর্জেন্টিনার জন্য উৎসর্গ করলেন রোহো, ‘এই গোলটি আমার পরিবার, আর্জেন্টিনার সকল সমর্থককে উৎসর্গ করছি। ঐ গোলটা করতে পেরে আমি ধন্য। সত্যিই অবিশ্বাস্য লাগছে।’
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রাক্কালে টানেলে সকল খেলোয়াড়কে ডেকে নিয়ে সাহস যুগিয়েছেন দলনেতা মেসি। তার এমন বাণীতে সাহস ফিরে পান নার্ভাসনেসে ভুগতে থাকা রোহো। তাই মেসিকে বিশ্বসেরা অধিনায়ক বলছেন রোহো, ‘মেসি সবাইকে ডেকে বলল, আমরা সবাই যেন ঠান্ডা মেজাজে থাকি। আমরা সত্যি নার্ভাস ছিলাম। তার কথাগুলো আমাদের খুব কাজে দিয়েছে। বিশেষ করে আমার জন্য। আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিলো। মেসি দলের চিত্র পাল্টে দিয়েছে। মেসি বিশ্ব সেরা অধিনায়ক।’
বাসস/এএমটি/১৮৪০/মোজা/স্বব