বাসস দেশ-২১ : ওয়াটার এইড’র নতুন আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম

171

বাসস দেশ-২১
খায়রুল-ওয়াটার এইড-নিযুক্ত
ওয়াটার এইড’র নতুন আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম
ঢাকা, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : দক্ষিণ এশিয়ায় ওয়াটার এইড’র নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খায়রুল ইসলাম।
নতুন এ পদে নিযুক্ত হওয়ার আগে ড. ইসলাম ১১ বছরেরও বেশি সময় ধরে ওয়াটারএইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত চার দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সরকারি সংস্থায় বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।
বিশ্বব্যাপী মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যকর টয়লেট ও উত্তম স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ওয়াটার এইড বিশ্বের ২৮ টি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছে।
বাংলাদেশ কান্ট্রি অফিস থেকেই ড. খায়রুল ইসলাম আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা গত ১ অক্টোবর ২০১৯ হতে কার্যকর হয়েছে।
এখন থেকে তিনি বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভারতের কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।
বাসস/সবি/জেডআরএম/১৯২৫/-আসাচৌ