বাজিস-৫ : নোয়াখালীতে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

182

বাজিস-৫
নোয়াখালী-মতবিনিময় সভা
নোয়াখালীতে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালী, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলায় আজ মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সর্দার প্রমুখ।
বক্তারা বলেন, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস,চাঁদাবাজি, ইভটিজিং, যৌনহয়রানি, বাল্যবিয়ের মতো সমস্যার মূল উৎপাটন করতে হলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থী, মসজিদের ঈমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৬২৫/এমকে