বাসস দেশ-১৬ : মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : র‌্যাব মহাপরিচালক

178

বাসস দেশ-১৬
বেনজীর-ত্রাণ বিতরণ
মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : র‌্যাব মহাপরিচালক
মৌলভীবাজার, ২৭ জুন, ২০১৮ (বাসস) : মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ বুধবার দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার শ্রী সূর্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, জঙ্গি দমনের সময় নানা কথা উঠেছিল, তার পরও দেশ থেকে জঙ্গিবাদ নির্মল করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে, যারা মাদকের খুচরা বিক্রেতা, ডিলার, সরবরাহকারী ও অর্থের যোগানদাতা এদের কাউকে ছাড় দেয়া যাবে না। যতদিন পর্যন্ত নির্মুল করা না যাবে, ততদিন পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল ইসলাম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৮২৮/জেহক