বাসস দেশ-৪ : আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বান

131

বাসস দেশ-৪
আইনজীবী-সভা
আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বান
ঢাকা, ৫ অক্টোবর ২০১৯ (বাসস): দেশ ও জাতির স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রথম সাধারণ সভায় আজ এ আহ্বান জানান বক্তারা। আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
বক্তৃতা করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিম , বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি এ এফ এম মেসবাহ উদ্দিন, সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি , সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু ও ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। দলের সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের ঐক্যবদ্ধ করে একই ছায়াতলে এনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করেন। নির্দিষ্ট সময়ে সংগঠনের সম্মেলন করার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
শেখ ফজলে নুর তাপস জানান, দলের সভানেত্রী ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দিয়েছিলেন। সংগঠনের যাত্রা শুরুর প্রাক্কালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। আজ গঠনতন্ত্রের খসড়া কমিটির সকলের কাছে পৌঁছানো হয়েছে। ইতিমধ্যে দেশের সব বার-এ সদস্য সংগ্রহে কাজ করেছে সংগঠন।
তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছিলেন দুর্নীতিগ্রস্থ। ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে ঘিরে ষড়যন্ত্র শুরু হলে আইনজীবীরা সোচ্চার ভুমিকা রাখেন। জাতীয় নির্বাচনেও আইনজীবীরা সক্রিয় ভূমিকা রেখেছেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ফজলে নুর তাপস।
অনুষ্ঠানে বক্তারা দলের প্রশ্নে সবাইকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থাকতে হবে বলে গুরুত্বারোপ করেন। ব্যাক্তিগত ভাবে পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু যখন দলের প্রশ্ন আসবে তখন দাড়ি, কমা ও সেমিকোলনসহ দলের নেতৃত্বকে ধারণ করতে হবে। এর কোন বিকল্প থাকতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকলকে শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির সংগ্রামকে এগিয়ে নিতে সকলকে এক অভিন্ন ও সৃদৃঢ় থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেণ।
বাসস/এএসজি/ডিএ/১৪৫০/কেকে