নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে

197

ঢাকা, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : দেশের কয়েকটি জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এছাড়া ৪৮ ঘন্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
এরফলে দেশের গঙ্গা-পদ্মা ও গড়াই নদী সংলগ্ন পাবনা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গঙ্গা নদীর পানি সমতল হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৩ সেন্টিমিটার, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৪ সেন্টিমিটার এবং গড়াই নদীর কামারখালী সেন্টশনের ১৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ পানি উন্নয়ন বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র -যমুনা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
দেশের ৯৩টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১৬ টির পানি সমতল বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে ৭৩টির।বিগত ২৪ ঘন্টায় পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৪ টির। ৩টি স্টেশনের পানি সমতল বিপদসীমার উপরে রয়েছে।