বাসস ক্রীড়া-৯ : দ্রুত ২শ’ উইকেট শিকারে বিশ্বরেকর্ড জাদেজার

246

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিশাখাপত্নম টেস্ট
দ্রুত ২শ’ উইকেট শিকারে বিশ্বরেকর্ড জাদেজার
বিশাখাপত্নম, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : বাঁ-হাতি বোলার হিসেবে টেস্টে দ্রুততম ২শ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের রবীন্দ্র জাদেজা। বিশাখাপত্নমে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় এই কীর্তি গড়েন জাদেজা। দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারকে আউট করে ৪৪তম টেস্টে ২শ উইকেট শিকার পূর্ণ করেন তিনি। এই উইকেট শিকারের মধ্য দিয়ে বাঁ-হাতি বোলার হিসেবে টেস্টে দ্রুত ২শ’ উইকেট শিকারের মালিক হয়ে যান জাদেজা।
এতে ভেঙ্গে যায় শ্রীলংকার রঙ্গনা হেরাথের রেকর্ড। ৪৭ টেস্টে ২শ’ উইকেট পূর্ণ করেছিলেন হেরাথ। আর জাদেজা করলেন ৪৪তম টেস্টে।
জাদেজা-হেরাথের পর বাঁ-হাতি বোলার হিসেবে টেস্টে দ্রুত ২শ’ উইকেট শিকার তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন-মিচেল স্টার্ক, ভারতের বিষেন সিং বেদি ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। জনসন ৪৯তম টেস্টে, স্টার্ক ৫০তম টেস্টে এবং বেদি-আকরাম ৫১তম টেস্টে ক্যারিয়ারের ২শ’ উইকেট পূর্ণ করেছিলেন।
বাসস/এএমটি/১৮৫৫/মোজা/স্বব