বাসস দেশ-১০ : বিশ্ব ব্যাংকের সঙ্গে ১০ কোটি মার্কিন ডলারের পানি ও স্যানিটেশন চুক্তি রোববার

158

বাসস দেশ-১০
চুক্তি-পানি-স্যানিটেশন
বিশ্ব ব্যাংকের সঙ্গে ১০ কোটি মার্কিন ডলারের পানি ও স্যানিটেশন চুক্তি রোববার
ঢাকা, ৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : সরকার ‘বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট’ বাস্তবায়নে আগামী রোববার বিশ্বব্যাংকের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ এ অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন নিজ-নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য ঋণ হিসেবে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইট) ১০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ সরবরাহ করবে।
বাসস/এসএএস/অনু-কেজিএ/১৮৫৩/-আসাচৌ