বাসস দেশ-৮ : পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শ্রদ্ধা নিবেদন

151

বাসস দেশ-৮
বিপ্লব-শ্রদ্ধা
পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : বাংলাদেশে বৌদ্ধ ধর্মবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু ও কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বলেন, পৃথিবীতে যারা জ্ঞানী-গুণী ও মহৎ তারা সবসময় নন্দিত ও পূজিত হয়। তেমনি ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো দীর্ঘ কর্মজীবন ও পথ-পরিক্রমায় সৌরভে-গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবে।
বাসস/জিই/জেডআরএম/১৮১৪/কেজিএ