সৃষ্টি কর্তার ওপর বিশ্বাস ছিল : মেসি

307

সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ২৭ জুন ২০১৮ (বাসস) : বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে গত রাতের গুরুত্বপুর্ন ম্যাচে আর্জেন্টিনার প্রতি মহান সৃষ্টি কর্তার কৃপা ছিল এমনটাই মনে করেন দলটির অধিনায়ক এবং বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। মঙ্গলবার ২-১ গোলে নাইজেরিয়াকে হারানোর পর আবেগতাড়িত মেসি বলেন, ‘আমরা জানতাম সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। আমাদের এখান থেকেই বাদ পড়তে দেবেন না।’
স্নায়ুক্ষয়ী ৯০ মিনিটের ওই লড়াইয়ে মেসির দলকে শেষ মিনিটে সফলতা এনে দিয়েছেন মার্কোস রোহো। তার আচমকা শটের গোলেই আর্জেন্টিনা ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে জায়গা পেয়েছে।
শুরুতে মেসির গোলে দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি সেন্ট পিটার্সবার্গে একটা নিখাঁদ সূচনা করলেও ৫১তম মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়া ম্যাচে সমতা ফিরিয়ে আনলে একেবারেই ভেঙ্গে পড়ে জর্জ সাম্পাওলির দলটি। রোহোর শেষ মুহূর্তের গোলটি না পেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো মেসির দলকে।
ক্যারিয়ারে এটিই মেসির জন্য সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ কি-না প্রশ্ন করা হলে জবাবে এই বার্সেলোনা সুপার স্টার বলেন, ‘এমন স্নায়ুক্ষয়ী ম্যাচ আমি আগে খেলেছি কিনা মনে পড়ছে না। এটি এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল, যেখানে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়ে যায়।’
কোচ সাম্পাওলি বলেন, ‘পেনাল্টির পর আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। দ্বিতীয় পর্বে পৌঁছানোর বিষয়ে শংকিত হয়ে পড়ি। অবশেষ এই সমাপ্তিতে আমরা বিমোহিত। খেলোয়াড়রা তাদের হৃদয় দিয়ে খেলেছে। তারা শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।’