বাসস ক্রীড়া-১ : যুভেন্টাসকে হটিয়ে এবার সিরি এ’র শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় ইন্টার মিলান

169

বাসস ক্রীড়া-১
ফুটবল-সিরি এ-ইতালী-প্রিভিউ
যুভেন্টাসকে হটিয়ে এবার সিরি এ’র শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় ইন্টার মিলান
মিলান, ৪ অক্টোবর ২০১৯ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনার কাছে পরাজয়ে ক্ষিপ্ত ইন্টার মিলানের কোচ এন্টনিও কন্টে এখন সিরি এ লীগের শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন শিষ্যদের। আগামী রোববার লীগ ম্যাচে সান সিরোতে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মোকাবেলা করবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাবটি।
সিরি এ লীগে এ পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতে জয় পাওয়া ইন্টার রোববার ২ পয়েন্টে পিছিয়ে থাকা জুভেন্টাসের মোকাবেলা করতে যাবে প্রতিপক্ষের মাঠে।
ক্যাম্প ন্যু’তে ২য় মিনিটেই লটারো মার্টিনেজের গোলে লীড পাওয়ার পরও বার্সার কাছে হেরে যাবার বিষয়ে কন্টে বলেন,‘ আমরা খুবই বেদনার্ত। ওই ফলাফল আমাদের তিক্ত ও ক্ষুব্ধ করেছে। এখন আমাদের সবাইকে রোববারের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। তবে আমি দলের মধ্যে সাহসিকতার ছাপ দেখতে পেয়েছি।’
৫০ বছর বয়সি কন্টে ভাল ভাবেই জানেন প্রতিপক্ষ জুভেন্টাসের কোচ এবং তাদের কোচিং স্টাফ সম্পর্কে। টানা আট বার লীগ শিরোপা জয় করা ক্লাবে এর আগে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর চেলসিতে দুই বছরের দায়িত্ব পালনের পর ইতালীয় জাতীয় দলেরও দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে ‘ইতালীয়া ডার্বিতে’ অবতীর্ন হবার আগে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়ে দারুন আত্মবিশ্বাস লাভ করেছে জুভেন্টাস। একটি জয় মরিজিও সারির দলের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধানে পৌঁছে দিবে ইন্টারকে। ওই ম্যাচে ইন্টারের নবাগত বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু’র অংশগ্রহন নিয়ে এখনো সংশয় রয়েছে। উরুর ইনজুরির কারণে স্পেন সফরেও যেতে পারেননি তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালীতে আসার পর এ পর্যন্ত ৭ ম্যাচে অংশ নিয়ে তিন গোল করেছেন লুকাকু।
রোববার ২০০ তম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ক্লাব দুটি। আর সানসিরোতে ইন্টার সর্বশেষ জয় পেয়েছে তিন বছর আগে। গত আসরে জুভেন্টাস নিজেদের মাঠে ১-০ গোলে জয়লাভ করেছিল ক্লাবটির বিপক্ষে। ফিরতি লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ওই ম্যাচে ক্যারিয়ারের ৬০০তম গোলটি করেছিলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের মাঠেই শাখতার দোনেৎস্ক এর কাছে হেরে যাওয়া আটলান্টা লীগ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লেচ্চের বিপক্ষে। তবে তুরিনোয় কঠিন লড়াই অপেক্ষা করছে বর্তমান রানারআপ নাপোলির জন্য। সাত ম্যাচে চতুর্থ হার এড়াতে প্রানপন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে নাপোলি। ধুকতে থাকা এসি মিলান যাবে জেনোয়া সফরে। দুটি দলই রয়েছে রেলিগেশনের একেবারেই বর্ডার লাইনে।
ল্যাৎসিও লীগ ম্যাচ খেলতে সফর করবে উত্তর বলগনা। যেখানে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বি কাগলিয়ারিকে আথিথেয়তা দিবে রোমা। তারা সর্বশেষ চার ম্যাচে অপরাজিত থাকলেও ২০১৩ সালের পর রাজধানীর ওই প্রতিপক্ষের সঙ্গে জয় পায়নি।
জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। সুতরাং ওই ম্যাচটি দেখতে ৭৬ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবে বলে ধারনা করা হচ্ছে। এর আগে ১৯৯ বার পরস্পরের মোকাবেলা করেছে ইন্টার ও জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে ১১২ ম্যাচে অংশ নিয়ে ৫৭ গোল করেছেন গঞ্জালো হিগুয়েইন।
বাসস/এএফপি/এমএইচসি/১৪৫৭/স্বব