বাসস প্রধানমন্ত্রী-৫ : প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা

531

বাসস প্রধানমন্ত্রী-৫
শেখ হাসিনা-ভারত-সংবর্ধনা
প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনের সংবর্ধনা
নয়াদিল্লী, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে ভারতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বাংলাদেশ হাইকমিশন আজ এক সংবর্ধনা দিয়েছে।
সংবর্ধনাস্থল বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছলে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।
পরে তিনি বাংলাদেশ হাউজে তাঁর সম্মানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের দেয়া এক নৈশভোজে যোগ দেন।
বাসস/এএইচজে/অনু-এইচএন/২১৩৫/-কেকে