বাসস দেশ-১২ : ন্যামকের আন্তর্জাতিক পরামর্শক হলেন লিয়াকত আলী লাকী

209

বাসস দেশ-১২
লাকী-ন্যামক-উপদেষ্টা
ন্যামকের আন্তর্জাতিক পরামর্শক হলেন লিয়াকত আলী লাকী
ঢাকা, ২৭ জুন, ২০১৮ (বাসস) : চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের (ন্যামক) আন্তর্জাতিক পরামর্শক হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আন্তর্জাতিক ক্ষেত্রে আর্ট অ্যান্ড কালচার নিয়ে কাজ করার অভিজ্ঞতার প্রেক্ষিতে তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
ন্যামক-এর আয়োজনে গত ১৯ ও ২০ জুন চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে
আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য তার হাতে নিয়োগপত্র তুলে দেন চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর উ উয়েশান।
বাংলাদেশ, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, গ্রীস, হাঙ্গেরি, রাশিয়া, ইউক্রেন, সিঙ্গাপুর, বেলারুশ, বুলগেরিয়া, তুরস্ক ও ভিয়েতনামসহ সিল্ক রোডের অন্তর্ভুক্ত ২৪টি দেশ নিয়ে ‘সিল্ক রোড ইন্টারন্যাশনাল এলায়েন্স অব আর্ট মিউজিয়াম অ্যান্ড গ্যালারিজ’ প্রতিষ্ঠিত হয়। সিল্ক রোড অঞ্চলের শিল্পকর্মের বিকাশ, বিনিময় এবং মানোন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। লিয়াকত আলী লাকী সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন।
সংগঠনটি নিয়মিত শিল্পকর্মের প্রদর্শনী, প্রকাশনা, আর্টক্যাম্প এবং কনফারেন্সের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এসময় সম্মেলনে বিভিন্ন দেশের ন্যাশনাল আর্ট মিউজিয়াম ও গ্যালারির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৭৩০/-শহক