সরকারি অফিসকে ধূমপানমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিঠি

235

ঢাকা, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : সকল পাবলিক প্লেস, সরকারি প্রতিষ্ঠান ও কার্যালয়কে ধূমপানমুক্ত রাখতে ফোকাল পার্সন মনোনিত করার জন্য চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা স্বাক্ষরিত এই চিঠির কপি আজ ইয়ং পাওয়ার ইন স্যোসাল এ্যাকশন (ইপসা)’র প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর হাতে তুলে দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পার্সন আফিয়া আখতার।
অল্প কিছু দিনের মধ্যে চট্টগ্রামের শহরের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানকারী, পরিচালক বরাবর এই চিঠি পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ার লক্ষ্যে ইপসার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল সরকারি অফিস ও কার্যালয়কে ধূমপানমুক্ত রাখা, সতর্কতামূলক নোটিশ প্রদর্শন করা ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ফোকাল পার্সন মনোনিত করার জন্য চিঠি ইস্যু করার সিদ্ধান্তের কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।