বাজিস-৮ : মাগুরায় ২৬৮টি প্রতিষ্ঠানের অনুকূলে দুই কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ

119

বাজিস-৮
মাগুরা- চেক বিতরণ
মাগুরায় ২৬৮টি প্রতিষ্ঠানের অনুকূলে দুই কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ
মাগুরা, ২ অক্টোবর ২০১৯ (বাসস) : জেলা পরিষদের উদ্যোগে ২৬৮টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আজ দুই কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বিগত ২০১৮-২০১৯ অর্থবছরে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ওইসব প্রতিষ্ঠানের অনুকুলে এ চেক বিতরণ করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার এসব চেক বিতরণ করেন।
আজ বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করেছেন। এর পাশপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭২৮/এমকে