জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের ৪৯ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

338

সুনামগঞ্জ, ২অক্টোবর ,২০১৯(বাসস) : জেলার জগন্নাথপুর ও দক্ষিণসুনামগঞ্জ উপজেলার ৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অত্যাধুনিক ভবন নির্মাণ হচ্ছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা। ২০২৩ সালের জুন মাসের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এম.পির ডি.ও লেটারের প্রেক্ষিতে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ তলা ফাউন্ডেশনের অত্যাধুনিক ভবনের প্রথম তলা নির্মাণ হবে। প্রতিটি ভবনে ৬০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। দুই মাসের মধ্যেই দরপত্র আহবান করে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরু করা হবে।
সংিিশ্ল­ষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার প্রসারে নতুন ভবন নির্মাণের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ডি.ও লেটার দেন। পরিকল্পনামন্ত্রীর ডি.ও লেটারের ভিত্তিতে দুই উপজেলার ৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন অনুমোদন হয়। গত রোববার এ সংক্রাান্ত চিঠি জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অফিসে পৌঁছেছে বলে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানিয়েছেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আউদ পূর্ব বুধরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জগদীশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোষগাঁও-টিয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসিলা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিজলা নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মশাজান কাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গড়গড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগময়না সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাকবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়া চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। নিতাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবন নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
দক্ষিণসুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়কলস সরকারী প্রাথমিক বিদ্যালয়, উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পার্বতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়মোহা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডিকেসিআর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমপুর-৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌগাঁও বাগেরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছয়হাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাজিমপুর রেজি: প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোক্তাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাসকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্বাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধনপুর-সরদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীরকলস সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।
জানা গেছে, ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী ৪র্থ পর্যায়’ প্রকল্পের আওতায় দুই উপজেলার ৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি হবে ৪ তলা ভিতের উপর। কোনো কোনো বিদ্যালয়ে ২য় তলা বিশিষ্ট ভবনও হবে বলে সূত্র জানিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দক্ষিণসুনামগঞ্জ উপজেলার প্রকৌশলী শামীম আহমদ বলেন, নতুন ভবনের জন্যে অনুমোদন হওয়া বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে এসে গেছে। প্রকল্প বাস্তবায়নের জন্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বাসসকে বলেন, কয়েক দিনের মধ্যেই সয়েল টেস্ট এর কাজ করা হবে। এরপর সার্ভে করা হবে। এগুলো করতে হয়তো মাস দুয়েক লেগে যাবে। এরপরই দরপত্র আহবানের পর অন্যান্য প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে। তিনি জানান ভবনগুলো নির্মাণের ফলে শ্রেণীকক্ষের সংকট কেটে যাবে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে পরিবর্তন আসবে।