বাজিস-২ : ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের প্রতিমা শিল্পীরা

269

বাজিস-২
বান্দরবান-দুর্গাপূজা
ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের প্রতিমা শিল্পীরা
বান্দরবান, ২ অক্টোবর, ২০১৯ (বাসস) : শরৎ এলেই সনাতন ধর্মাবলম্বীদের মনে দোলা দেয় শারদীয় দুর্গোৎসবের। তাই দিন রাত দেবী দুর্গার প্রতিমাতে রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। দোরগোড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বান্দরবানে বিভিন্ন মন্ডপে দুর্গা, কার্তিক, গনেশ, লক্ষীসহ নানা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি দিয়ে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির। হাতে সময় কম, তাই দিন রাত ক্লান্তিহীনভাবে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রতিমাগুলো।
বান্দরবান কেন্দ্রীয় দুূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর জানান, বান্দরবান জেলায় এবার সব মিলিয়ে পূজামন্ডপ হবে ২৭টি, যার মধ্যে শুধু জেলা সদরেই মন্ডপ হবে ১০টি। স্থানীয় রাজার মাঠেই তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পূজা মন্ডপ। ব্যয় করা হচ্ছে প্রায় ২০ লক্ষ টাকা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুূর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজরকারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। আর সনাতন ধর্মালম্বীদের এ বৃহৎ দুূর্গাপূজা উৎসবকে সুন্দর ও সফল করতে শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, জেলায় তিনটি ভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে । পূজা চলাকালীন সময় কোন বড় ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য মোবাইল টহল, চেক পোস্টে চেক আপ, মনিটরিং সেল থাকবে ।
আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় দেবী দুর্গার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন হবে । আর নানা আয়োজনের মধ্য দিয়ে পাঁচদিনের এ উৎসব বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে ৮ অক্টোবর জানা আয়োজক কমিটির সদস্যরা
বাসস/সংবাদদাতা/১০৪০/নূসী