বাসস বিদেশ-৮ : অভিবাসী পরিবারকে পুনর্মিলনের নির্দেশ মার্কিন আদালতের

151

বাসস বিদেশ-৮
যুক্তরাষ্ট্র-রাজনীতি
অভিবাসী পরিবারকে পুনর্মিলনের নির্দেশ মার্কিন আদালতের
লস অ্যাঞ্জেলেস, ২৭ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের এক বিচারক ৩০ দিনের মধ্যে মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোর সদস্যদের পুনর্মিলনের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’-এর আওতায় পরিবারের সদস্যদের অমানবিকভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়।
রায়ে পাঁচ বছরের কম বয়সী সদস্যদের অভিভাবকদের এই রায় প্রদানের দুই সপ্তাহের মধ্যে তাদের কাছে আসতে দেয়ার নির্দেশ দেয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার সানডিয়াগোতে মার্কিন ডিস্ট্রিক্ট জাজ ডানা সাবরো এ নির্দেশ দেন।
সাত বছর বয়সী এক মেয়ে ও ১৪ বছর বয়সী একটি ছেলের পক্ষে আমেরিকান সিবিল লিবার্টিজ ইউনিয়নের করা একটি মামলার প্রেক্ষিতে সাবরো এই রায় দেন। মেয়েটিকে তার কঙ্গোলিজ মায়ের কাছ থেকে এবং ছেলেটিকে তার ব্রাজিলিয়ান মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এছাড়াও বিচারক আর কোন পরিবারের সদস্যদের পরস্পর থেকে বিচ্ছিন্ন না করার ব্যাপারে ইনজাংশন জারি করেন।
বাসস/কেএআর/১৪০০/এমএবি