বাসস দেশ-১৫ : প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশ

125

বাসস দেশ-১৫
প্রধানমন্ত্রী-অভিনন্দন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশ
ঢাকা, ১ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য‘ ভ্যাকসিন হিরো’সহ অন্যান্য সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে এ অভিনন্দন জানানো হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।
বাসস/বিএনএ/কেসি/১৬৫০/কেকে