টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত

250

কক্সবাজার, ১ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার শিলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিলখালী এলাকার উলা মিয়ার পুত্র মোহাম্মদ আমিন ও নূর মোহাম্মদের পুত্র হেলাল উদ্দিন সুমন। এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে শিলখালী এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। পরে পরিস্থিতি শান্ত হলে আমিন ও সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আশঙ্কাজনক অবস্থা তাদেরকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, সাব-ইন্সপেক্টর সুজিত দে ও কনস্টেবল সেকান্দার। এদেরকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি ২টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতদের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।