বাসস ক্রীড়া-১২ : বুধবার ঢাকা আসছে ভারত ‘এ’ নারী ক্রিকেট দল

321

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ভারত-মহিলা
বুধবার ঢাকা আসছে ভারত ‘এ’ নারী ক্রিকেট দল
ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-২০ ম্যাচ খেলতে আগামী বুধবার ঢাকা আসছে ভারত ‘এ’ নারী ক্রিকেট দল।
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ‘এ’ নারী দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশ মিশন শুরু করবে ভারতীয়রা। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে আগামী ৬ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
এরপর আগামী ১১ অক্টোবর পর্যটন নগরী কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচেরটি-২০ সিরিজ। পরের দিন ১২ অক্টোবর এবং ১৪ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকী দু’টি ম্যাচ।
আগামী ১৫ অক্টোবর দেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে ভারতীয় নারী দলের।
সিরিজে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব দেবেন শায়লা সারমিন। রুমানা আহমেদ ও নিগার সুলতানা প্রথম ম্যাচে অংশ নিলেও বাকী ম্যাচে থাকবেন না। বিগ ব্যাস টি-২০ টুর্নামেন্টে অংশ নিতে তারা উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
বাংলাদেশ ‘এ’ নারী দল : শায়লা শারমিন (অধি:), নুজহাত টুম্পা (উইকেট রক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আকতার সুপ্তা, রিতু মনি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, নাহিদা আকতার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, শোভান মুস্তারি ও ফারজানা হক।
রুমানা ও জ্যাতির বদলী: মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
বাসস/এমএইচসি/২০২৫/স্বব